• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আল জাজিরার প্রতিবেদনকে প্রত্যাহারের দাবি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৬, ২০২১, ০৫:৩৩ পিএম
আল জাজিরার প্রতিবেদনকে প্রত্যাহারের দাবি

ফাইল ফটো

ঢাকা: আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় “অল দ্য প্রাইম মিনিস্টার’স মেন” শিরোনামে প্রচারিত বাংলাদেশ বিষয়ে প্রতিবেদনটি বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক মদতপুষ্ট দাবি করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।

শনিবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আল জাজিরার প্রতিবেদনটি স্ববিরোধী। কেননা, প্রতিবেদনের মূল সূত্র হিসেবে যাকে উদ্ধৃত করা হয়েছে তাকে আবার আল জাজিরা কর্তৃপক্ষই অপ্রকৃতস্থ আখ্যা দিয়েছেন। অন্যদিকে, গণমাধ্যম ও সাংবাদিকতা রীতির অনুসরণে বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট পক্ষের কোন বক্তব্যও প্রতিবেদনে দেয়া হয়নি।

এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় উন্নয়নের রোল মডেল খ্যাত গণতান্ত্রিক বাংলাদেশ যখন বিশ্ব দরবারে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক প্রশংসা কুঁড়িয়ে চলেছে তখন উল্লেখিত টেলিভিশন চ্যানেল কর্তৃক হঠাৎ প্রচারিত এ জাতীয় বিভ্রান্তিকর প্রতিবেদন বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যাহত করার সামিল।

সোনালীনিউজ/এমএইচ
 

Wordbridge School
Link copied!