• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ডিএমপি কমিশনার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২১, ১১:৫৯ এএম
টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন ডিএমপি কমিশনার

ফাইল ফটো

ঢাকা: করোনা প্রতিরোধে ভারতের সেরাম ইন্সটিটিউটের উদ্ভাবিত টিকা গ্রহণের ২৭ দিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বর্তমানে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন। 

তিনি বলেন, গত ৬ মার্চ ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে এখানে ভর্তি হন। তিনি চিকিৎসাধীন আছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি ডিএমপি কমিশনার একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন।

উল্লেখ্য, ২০১৯ সালের সেপ্টেম্বরে ডিএমপি কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন শফিকুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্ম নেন। তার বাবার নাম মো. শওকত আলী ও মায়ের নাম বেগম সুফিয়া খাতুন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!