• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
দেশে করোনা

টানা চতুর্থ দিনে হাজারের বেশি শনাক্ত, কমেছে মৃত্যু


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৩, ২০২১, ০৩:৪১ পিএম
টানা চতুর্থ দিনে হাজারের বেশি শনাক্ত, কমেছে মৃত্যু

ফাইল ফটো

ঢাকা: গত দুই মাস করোনা আক্রান্তের নিম্নমুখী ধারার পর টানা চতুর্থ দিনের মতো হাজারের বেশি মানুষ আক্রান্তের খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (১৩ মার্চ) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ১৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৬ হাজার ২৩৬ জনে।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫২৭ জনে।

এর আগে শুক্রবার নতুন করে শনাক্ত হয়েছিলো এক হাজার ৬৬ জন। আর মৃত্যু হয়েছিলো ১৩ জনের।

শনিবার বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১১৩৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১০ হাজার ৩১০ জন।

এদিকে, বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। শনিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার ৮৩৮ জন। মারা গেছেন ২৬ লাখ ৫০ হাজার ৯৩১ জন। এ মহামারি থেকে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৯ কোটি ৬২ লাখ ৪৭ হাজার ৯৭২ জন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!