• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

একদিনে আরও ২৬ জনের মৃত্যু, কমলো শনাক্ত


নিজস্ব প্রতিবেদক মার্চ ১৬, ২০২১, ০৩:৫০ পিএম
একদিনে আরও ২৬ জনের মৃত্যু, কমলো শনাক্ত

ফাইল ফটো

ঢাকা: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাড়ালো ৮ হাজার ৫৯৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৭১৯ জনের শরীরে।এনিয়ে মোট আক্রান্ত ৫ লাখ ৬০ হাজার ৮৮৭ জন।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দেশে আরও ১ হাজার ৭৭৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৫২ জন। আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৪ হাজার ৪৭৯ জন।

এদিকে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ কোটি ৭ লাখ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ লাখ ৭১ হাজার।

সোনালীনিউজ/এমএইচ


 

Wordbridge School
Link copied!