• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কোনো হরতাল করতে দেয়া হবে না


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৭, ২০২১, ১১:০৬ এএম
কোনো হরতাল করতে দেয়া হবে না

ফাইল ছবি

ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কোনো হরতাল করতে দেয়া হবে না। 

শুক্রবার (২৬ মার্চ) রাতে হেফাজতে ইসলাম হরতালের ঘোষণা দেয়ার পর তিনি এ কথা বলেন।

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় মোদিবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা ও মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সেখান থেকে শনিবার (২৭ মার্চ) সারাদেশে বিক্ষোভ ও রোববার (২৮ মার্চ) হরতালের ঘোষণা দেয় তারা।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধীতাকারীদের বিক্ষোভে উত্তপ্ত রয়েছে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া। শুক্রবার (২৬ মার্চ) দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!