• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৩, ২০২১, ০৫:০০ পিএম
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

ফাইল ছবি

ঢাকা: মহামারি করোনা ভাইরাসের প্রতিরোধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ টিকা নেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এ সময় জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদও দ্বিতীয় ডোজের টিকা নেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল সকাল থেকে সারাদেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!