• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

খালেদা জিয়া দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ২৫, ২০২১, ০৯:২৮ এএম
খালেদা জিয়া দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ

ফাইল ছবি

ঢাকা : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) রাত ১২টা ৫০ মিনিটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান এফএম সিদ্দিকী।

এর আগে, রাত ১০টা ৫ মিনিটে তারা খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা ও আজকের করা পরীক্ষাগুলোর রিপোর্ট পর্যালোচনা করতে তার বাসায় যান। দুই ঘণ্টার বেশি সময় ধরে তারা খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।

করোনায় আক্রান্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে এফএম সিদ্দিকী, তিনি ভালো আছেন। তার ফুসফুসেও কোনো জটিলতা নেই।

তিনি আরো বলেন, খালেদা জিয়ার শারীরিক সবগুলো পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট ভালো এসেছে। করোনার দ্বিতীয় সপ্তাহের যে জটিলতা তিনি সেটা কাটিয়ে উঠেছেন। আশা করছি পাঁচ-ছয়দিন পর আবার টেস্ট করলে নেগেটিভ আসবে।

খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডা. জাহিদ বলেন, খালেদা জিয়াসহ বাসার চারজনের করোনার দ্বিতীয় রিপোর্ট পজিটিভ এসেছে। বাকি পাঁচজনের নেগেটিভ এসেছে।

১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সে সময় থেকে গুলশানের বাসায় রয়েছেন তিনি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!