• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ঘরের বাইরে মাস্ক না পরলে কঠোর ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৬, ২০২১, ০৫:০২ পিএম
ঘরের বাইরে মাস্ক না পরলে কঠোর ব্যবস্থা

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান পরিস্থিতিতে ঘরের বাইরে গেলে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে সরকার। একইসঙ্গে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্যহণ করা হবে হবে হুশিয়ারি দেয়া হয়েছে। 

সোমবার (২৬ এপ্রিল) তথ্য অধিদফতরের এক বিবরণীতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, কোনো জরুরী কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাঁকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনী ব্যবস্থা গ্ররণ করবে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!