• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিয়ে যা আছে প্রজ্ঞাপনে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৮, ২০২১, ০২:৫১ পিএম
বিদেশ ফেরতদের কোয়ারেন্টিন নিয়ে যা আছে প্রজ্ঞাপনে

ফাইল ছবি

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধ আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বিদেশ ফেরত যাত্রীদের জন্য কোয়ারেন্টিন নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে যেসব যাত্রী টিকা নেওয়ার ও করোনা নেগেটিভের সনদ নিয়ে আসবেন তাঁরা নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। সে ক্ষেত্রে তাঁদের সংশ্লিষ্ট থানায় আগমন ও কোয়ারেন্টিনের বিষয়টি জানাতে হবে।

আর এসব দেশ থেকে আসা যেসব যাত্রীরা শুধু করোনা নেগেটিভ সনদ নিয়ে আসবেন তাঁদের সরকার নির্ধারিত কোয়ারেন্টিন ব্যবস্থায় থাকতে হবে। তিন থেকে পাঁচ দিনের মধ্যে চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে সম্মতি দিলে তাঁরা নিজ নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে পারবেন।

এ ছাড়া অন্যান্য দেশ থেকে আসা যাত্রীরা সরকার নির্ধারিত হোটেলে নিজ ব্যয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!