• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

চার্টার্ড ফ্লাইটে নেপাল থেকে ফিরছেন ৫০ বাংলাদেশি


নিজস্ব প্রতিবেদক মে ১১, ২০২১, ১২:২৪ পিএম
চার্টার্ড ফ্লাইটে নেপাল থেকে ফিরছেন ৫০ বাংলাদেশি

ফাইল ফটো

ঢাকা: নিয়মিত ফ্লাইট বন্ধ থাকায় নেপালে আটকা পড়া অভিবাসী শ্রমিকসহ প্রায় ৫০ জন বাংলাদেশির একটি চার্টার্ড ফ্লাইটে আজ ঢাকায় ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার (১১ মে) বিকেলে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বলে জানা গেছে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক ফখরুল আলম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেড়াতে যাওয়া ও অভিবাসী কর্মীসহ প্রায় ৫০ জন বাংলাদেশি বহনকারী হিমালয় এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইট আজ বাংলাদেশে আসার কথা রয়েছে।’

ফখরুল আরও বলেন, বিশেষ ফ্লাইটটি আজ বেলা ৩টার দিকে ঢাকা বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

তিনি জানান, করোনা পরিস্থিতির কারণে ঢাকা-কাঠমুণ্ড নিয়মিত ফ্লাইট বর্তমানে বন্ধ রয়েছে।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!