• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক


নিজস্ব প্রতিবেদক জুন ১, ২০২১, ০২:০৬ পিএম
বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

ফাইল ফটো

ঢাকা: বাংলাবাজার-শিমুলিয়া রুটে ঝড়ো বাতাসসহ বৈরী আবহাওয়া বিরাজ করায় বাংলাবাজার-শিমুলিয়া রুটে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর ১২টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।

দুর্ঘটনা এড়াতে সকাল নয়টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকায় লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল নয়টার দিকে ঝড়ো বাতাস বইতে থাকলে পদ্মা উত্তাল হয়ে উঠে। সাড়ে নয়টা থেকে দুর্ঘটনা এড়াতে লঞ্চ বন্ধ রাখা হয়। দুপুর ১২টার দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

সোনালীনিউজ/আরএইচ

Wordbridge School
Link copied!