• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

আরও ৬ লাখ ডোজ টিকা দেবে চীন, আসছে ১৩ জুন


নিজস্ব প্রতিনিধি জুন ৫, ২০২১, ০১:২৬ পিএম
আরও ৬ লাখ ডোজ টিকা দেবে চীন, আসছে ১৩ জুন

ফাইল ছবি

ঢাকা : বাংলাদেশকে আরও ছয় লাখ ডোজ করোনা টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে চীন। চীনের উপহারের ৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা আগামী ১৩ জুন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান। 

শনিবার (৫ জুন) চীনা ডেপুটি চিফ অব মিশন তার ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন।

হুয়ালং ইয়ান লিখেছেন, ‘আগামী ১৩ জুন বাংলাদেশে ৬ লাখ ডোজ টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে চীন সরকার।’

এর আগে গত ১২ মে বাংলাদেশকে ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় চীন। এর নয় দিনের মাথায় ২১ মে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে টেলিফোনে জানান, চীন বাংলাদেশকে উপহার হিসেবে আরও ছয় লাখ ডোজ টিকা দেবে।

গত ১২ মে চীন থেকে করোনাভাইরাসের ৫ লাখ ডোজ টিকা নিয়ে দেশে ফিরে বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমান। ওইদিন ভোর ৫টা ৩১ মিনিটে বিমান বাহিনীর (এস-৩এজিএফ) ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ফ্লাইটটি অবতরণের পর স্বাস্থ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর ও সামরিক বাহিনীর প্রতিনিধির উপস্থিতিতে টিকাগুলো হস্তান্তর করেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।

বিমান বাহিনীর উড়োজাহাজে করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মার ৫ লাখ ডোজ টিকাসহ এডি সিরিঞ্জও রয়েছে। বিমান বাহিনীর পক্ষ থেকে টিকা আনার এই কার্যক্রমকে ‘গুডউইল মিশন’ নাম দেওয়া হয়।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!