• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

৬০ শতাংশ মহার্ঘ ভাতা চায় ৩য় শ্রেণির কর্মচারীরা


নিজস্ব প্রতিনিধি জুন ১২, ২০২১, ০৩:৩৯ পিএম
৬০ শতাংশ মহার্ঘ ভাতা চায় ৩য় শ্রেণির কর্মচারীরা

প্রতিনিধি

ঢাকা : সরকারি কর্মচারীদের অবিলম্বে ৬০% মহার্ঘ ভাতা প্রদান, নতুন জাতীয় বেতন কমিশন গঠন, চিকিৎসা, যাতায়াত ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। 

শনিবার (১২ জুন) রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি মো. লুৎফর রহমান এর উপস্থিতিতে মহাসচিব মো. ছালজার রহমান বিভিন্ন দাবী সম্বলিত লিখিত বক্তব্য পাঠ করেন । 

তিনি বলেন, ২০১৫-তে সর্বশেষ (৮ম) জাতীয় বেতন স্কেল প্রদানের পর চিকিৎসা ব্যয়সহ দফায় দফায় গ্যাস, বিদ্যুৎ, পানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধির ফলে নিম্ন আয়ের কর্মচারীরা হতাশাগ্রস্থ ও দিশেহারা। বাৎসরিক ৫% হারে বেতন বৃদ্ধি হলেও তা জীবনযাত্রার ব্যয়ের সাথে একেবারেই সামঞ্জস্যহীন। এমতাবস্থায় অবিলম্বে ৯ম জাতীয় বেতন কমিশন গঠন ও বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়ন এবং ৯ম জাতীয় বেতন স্কেল কার্যকর না করা পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ের জন্য ৬০% মহার্ঘ ভাতা প্রদান ও কমপক্ষে ৩,০০০/- টাকা চিকিৎসা ভাতাসহ, যাতায়াত, শিক্ষা সহায়ক, টিফিন ভাতা বৃদ্ধির দাবী জানান। একইসাথে পূর্বের ন্যায় শতভাগ পেনশন পুনঃবহাল করার দাবী জানান।

প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সৃষ্ট বৈষম্য নিরসনকল্পে বাংলাদেশ সচিবালয়ের ন্যায় সচিবালয় বহির্ভূত দপ্তর, প্রতিষ্ঠান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের দপ্তরে কর্মরত প্রধান সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, ক্যাটালগার, কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর, হিসাবরক্ষকসহ সমমানের সমমর্যাদার কর্মচারীদের পদ-পদবী প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তিগত কর্মকর্তা, প্রযোজ্য ক্ষেত্রে স্বপদে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা ও বেতনস্কেল প্রদান, ডিপ্লোমা নার্সদের ন্যায় সমশিক্ষাগত যোগ্যতাসম্পন্ন ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট ও সমশিক্ষাগত যোগ্যতাধারীদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদাসহ বেতনস্কেল প্রদানের জন্য জোর দাবী জানানো হয়। 

উক্ত সংবাদ সম্মেলনে সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের কার্যকরী সভাপতি মো. নুরুন্নবী, মো. রায়হান উদ্দিন চৌধুরী, মো. আসাদুজ্জামান, মো. তাইজুল ইসলাম, মোহাম্মদ হুমায়ুন কবির; সহ-সভাপতি মো. লুৎফর রহমান, মো. সেলিম মোল্লা, মো. খতিবুর রহমান, মো. মোজাম্মেল হক, অতিরিক্ত মহাসচিব মো. মনির হোসেন বাবু, মো. মফিজুল ইসলাম পিন্টু, মো. মনিরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. ফারুক বিশ্বাস, সহকারী মহাসচিব মো. আনোয়ার হোসেন, মো. আরিফুর রহমান, সাংগঠনিক সচিব মো. মোফাজ্জল হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. দৌলতজ্জামান, অর্থ সচিব আতাউর রহমান, দপ্তর সচিব গাজী আবুল কালাম, ঢাকা মহানগর কমিটির কার্যকরী সভাপতি মো. ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মামুন, সহ-সভাপতি শেখ রাসেল, মো. সিরাজুল ইসলাম, মো. এমদাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, এনামুল হক, মো. ইমরান হোসেন, মো. ফারুক, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তারসহ উর্ধ্বতন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/আরএইচ/এমএএইচ

Wordbridge School
Link copied!