• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক জুন ১২, ২০২১, ০৭:২৮ পিএম
সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন

ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ জুন) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

এর আগে ভ্যাকসিনের দাম প্রকাশ হওয়ায় আমাদের সমস্যা হয়েছে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, এজন্য চুক্তি অনুযায়ী কঠোর গোপনীয়তা বজায় রাখতে হবে।

গত ২৯ এপ্রিল সরকার সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেয়।

৬ জুন সকালে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনের সিনোভ্যাক টিকা দেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড।

সিনোভ্যাকের এই টিকা ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ব্যাবহার উপযোগী। দুই ডোজের এই টিকার প্রথম ডোজের ২ বা ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এ টিকার সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস।

এটি দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া পঞ্চম টিকা। এর আগে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার স্পুটনিক-ভি, চীনের সিনোফার্মের টিকা এবং ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!