Menu
ছবি : সংগৃহীত
ঢাকা : দেশে কোনোভাবেই কমছে না করোনায় মৃত্যু ও সংক্রমণ। খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে একদিনে প্রাণ গেল আরও ৩৫ জনের।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন সাতজন। জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক দুই-শূন্য।
বুধবার (৩০ জুন) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে খুলনায় একদিনে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। যারা সবাই করোনা পজিটিভ। কুষ্টিয়ায় মারা গেছেন চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে মারা গেছে দশজন। সাতক্ষীরায় ৭ জন, চুয়াডাঙ্গায় ৭ জন ও নোয়াখালীতে ১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে মঙ্গলবার করোনায় আরও ১১২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৬ জন।
এদিকে করোনা সংক্রমণ রোধে কাল থেকে শুরু হচ্ছে সাতদিনের কঠোর লকডাউন।
সোনালীনিউজ/এমএএইচ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT