• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ঢাকায় পৌঁছেছে মর্ডানার ১২ লাখ ভ্যাকসিন


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩, ২০২১, ১২:৫৪ এএম
ঢাকায় পৌঁছেছে মর্ডানার ১২ লাখ ভ্যাকসিন

ঢাকা : বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছেছে।

শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি বাংলাদেশের  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় ভিআইপি লাউঞ্জের পাশে টার্মিনাল-২ এর সামনে স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী, আমেরিকা রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। এর আগে দুবাইয়ের স্থানীয় সময় বিকেল ৫টা ৭ মিনিটে দুবাই থেকে টিকা ও যাত্রীবাহী ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়।

এদিকে কোভ্যাক্সের আওতায় চীনের ২০ লাখ করোনা টিকা ঢাকায় আসছে আজ রাতেই। এ টিকার চালান শুক্রবার (২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে ঢাকায় পৌঁছাবে। ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জনিয়েছেন।

তিনি এক বার্তায় জানান, সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের ২০ লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রাত পৌনে ৯টায় বেইজিং এয়ারপোর্ট ছেড়ে বাংলাদেশের পথে রওনা হয়। আজ দিবাগত রাত ১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!