• ঢাকা
  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ২৭ কার্তিক ১৪৩১

আজ থেকে সারাদেশে চলবে লঞ্চ


নিজস্ব প্রতিনিধি জুলাই ১৪, ২০২১, ১২:৪০ পিএম
আজ থেকে সারাদেশে চলবে লঞ্চ

ফাইল ছবি

ঢাকা : দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় আজ বুধবার মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত দেশের সব অভ্যন্তরীণ নৌপথে নৌযান চলাচল করবে। তবে এই সময়ে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং যাত্রীসহ সংশ্লিষ্টদের মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

মঙ্গলবার (১৪ জুলাই) বিআইডব্লিউটিএর নৌযান পরিচালনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগের মঙ্গলবারের প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যাত্রীবাহী নৌযান- লঞ্চ, স্পিডবোট, ট্রলার ও অন্যান্য যান চলাচল বন্ধ থাকবে।

অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী নৌযানের মালিক, মাস্টার, ড্রাইভার, স্টাফ, যাত্রী ও সংশ্নিষ্ট সবাইকে এ নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!