• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আজ থেকে চালু হচ্ছে পশুবাহী স্পেশাল ট্রেন


নিজস্ব প্রতিবেদক জুলাই ১৭, ২০২১, ০১:১১ পিএম
আজ থেকে চালু হচ্ছে পশুবাহী স্পেশাল ট্রেন

ঢাকা : পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপদে কোরবানীর পশু নিয়ে আসার জন্য শনিবার (১৭ জুলাই) থেকে চালু হচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন। বিশেষ এ ট্রেনে গরু, মহিষ, ছাগল, ভেড়া পরিবহন করা হবে। আগামী ১৯ জুলাই পর্যন্ত এ ট্রেন চলাচল করবে।

আজ থেকে বিশেষ ট্রেন চালু হওয়ার বিষয়ে রেলওয়ে ঢাকা বিভাগীয় প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শওকত জামিল মোহসী বলেন, শনিবার কোরাবানীর পশু নিয়ে তিনটি বিশেষ ট্রেন ঢাকায় প্রবেশ করবে। ইতোমধ্যে আমরা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

তিনটি ট্রেনের মধ্যে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার ও ইসলামপুর থেকে দুটি এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি পশুবাহী ট্রেন ঢাকায় আসবে। এসব ট্রেনের প্রত্যেকটিতে ৪০০টি পশু পরিবহনের ব্যবস্থা রয়েছে।

স্বল্প খরচে ব্যবসায়ীরা যাতে ঝামেলা ছাড়া রাজধানীতে কোরবানীর পশু বিক্রির জন্য নিয়ে আসতে পারেন এজন্য বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

গত বছরও ব্যবসায়ীদের সুবিধার জন্য এই ক্যাটেল স্পেশাল ট্রেন চালু করা হয়। তবে ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় মাত্র একদিন চলাচল করেছিল এ ট্রেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!