• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

করোনায় দেশের ২০ জেলায় ১৮২ মৃত্যু


নিজস্ব প্রতিনিধি জুলাই ২৮, ২০২১, ০৩:০০ পিএম
করোনায় দেশের ২০ জেলায় ১৮২ মৃত্যু

ফাইল ছবি

ঢাকা : গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে দেশের ২০ জেলায় ১৮২ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। এ জেলায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে রাজশাহী। এ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

এরপরই চট্রগ্রামে ১৭ জন, ফরিদপুরে ১৭, সিলেটে ১৭, রংপুরে ১৬ জন, খুলনায় ১২, ময়মনসিংহে ১২ জন, খুলনায় ১২ জন, বরিশালে ১০ জন, কুমিল্লায় ৮, দিনাজপুরে ৮, ঠাকুরগাঁওয়ে ৫, ঝিনাইদহে ৫, সাতক্ষীরায় ৫ জন। কুষ্টিয়ার ৪, টাঙ্গাইলে ৩, কিশোরগঞ্জে ২, নেত্রকোনায় ২, বান্দরবানে ২।

মঙ্গলবার (২৭ জুলাই) সারাদেশে জাতীয়ভাবে ঘোষিত করোনায় আক্রান্ত হয়ে ২৫৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৭৯ জনে। এদিনে শনাক্তের সংখ্যা ছিল ১৪ হাজার ৯২৫ জনে। যা এ যাবত কালে দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!