• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
বিএসএমএমইউ’র গবেষণা

দেশে আক্রান্ত রোগীর ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট


নিজস্ব প্রতিনিধি আগস্ট ৫, ২০২১, ১২:৫১ পিএম
দেশে আক্রান্ত রোগীর ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্ট

ফাইল ছবি

ঢাকা : দেশে শনাক্ত হওয়া করোনা রোগীদের ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। বৃসস্পতিবার (৫ আগস্ট) বিএসএমএমইউ’র এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। 

বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শরফুদ্দিন আহমেদ-এর নেতৃত্বে পরিচালিত জেনোম সিকোয়েন্সিং রিসার্স প্রজেক্ট এ গবেষণা কার্যক্রম পরিচালনা করে।

গবেষণার তথ্যে বলা হয়, ২৯ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত গত এক মাসে শনাক্ত হওয়া ৩০০ রোগীর উপর এই গবেষণা কার্যক্রম পরিচালিত হয়। নমুনা সংগ্রহকারীদের মধ্যে ৫৩ শতাংশ পুরুষ। আর শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টের মাত্র ১ শতাংশ আফ্রিকান বা বেটা ভ্যারিয়েন্ট অপর ১ শতাংশ নাইজেরিয়ান ভ্যারিয়েন্ট।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশে করোনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ৬৩৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ১৩ লাখ ৯ হাজার ৯১০ জন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!