• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

১৮ অক্টোবর পালিত হবে ‘শেখ রাসেল দিবস’


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৩, ২০২১, ০২:০৩ পিএম
১৮ অক্টোবর পালিত হবে ‘শেখ রাসেল দিবস’

ফাইল ছবি

ঢাকা : “শেখ রাসেল দিবস” “ক” শ্রেণী ভুক্ত দিবস হিসেবে জাতীয়ভাবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। দিবসটি প্রতিবছর ১৮ অক্টোবর জাতীয়ভাবে পালিত হবে। এর ফলে এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। 

সোমবার (২৩ আগস্ট) প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে। 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে আজ মন্ত্রিসভা বৈঠকে অনুমোদিত হয়।

উল্লেখ্য, শেখ রাসেল হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই। শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পায়নি।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!