• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

এসপি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন


নিজস্ব প্রতিনিধি আগস্ট ২৩, ২০২১, ০৩:৩২ পিএম
এসপি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি ও পদায়ন

ফাইল ছবি

ঢাকা : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলির কথা বলা হয়।

সোমবার (২৩ আগস্ট) এক প্রজ্ঞাপনে এ পদায়ন ও বদলির কথা বলা হয়।

এসপি পদমর্যাদার যে দুই কর্মকর্তাকে পদায়ন ও বদলি করা হয়েছে তারা হলেন, রাজশাহী মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আবু আহম্মদ আল মামুন, তাকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৭ এর পুলিশ সুপার এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৭ এর পুলিশ সুপার আসাদুজ্জামানকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার  হিসেবে পদায়ন করা হয়েছে।

সোনালীনিউজ/এসআই/এমএএইচ

Wordbridge School
Link copied!