• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

ফাইজারের ১০ লাখ টিকা আসছে ৩০ আগস্ট


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২১, ০২:৪৮ পিএম
ফাইজারের ১০ লাখ টিকা আসছে ৩০ আগস্ট

ঢাকা : যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে ফাইজারের আরো ১০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা আসছে আগামী ৩০ আগস্ট। ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকার এ চালান কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩০ আগস্ট সন্ধ্যা সোয়া ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের মাধ্যমে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের মাধ্যমে যুক্তরাষ্ট্রের উপহার ফাইজারের আরো ১০ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে।

ওইদিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও মার্কিন রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

এর আগে গত সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্র থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজার টিকা পাওয়া যাবে। সেই ৬০ লাখ ডোজ টিকার অংশ হিসেবে আগামী ৩০ আগস্ট এই ১০ লাখ ডোজ টিকা দেশে আসছে।

পরবর্তীতে ক্রমান্বয়ে আরো ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছবে বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!