• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

সিএনজি স্টেশন ৬ ঘণ্টার বদলে ৩ ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব মালিকদের


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:৫৪ পিএম
সিএনজি স্টেশন ৬ ঘণ্টার বদলে ৩ ঘণ্টা বন্ধ রাখার প্রস্তাব মালিকদের

ঢাকা : ছয় ঘণ্টার বদলে তিন ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে সিএনজি স্টেশন মালিকদের সংগঠন সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন।

সংগঠনটির নেতারা মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো বাংলার কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাব দেন।

মালিক সমিতির এ প্রস্তাবের বিষয়ে পেট্রো বাংলার পরিচালক (অপারেশন) আলী আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁদের (মালিক সমিতির) যুক্তি ও প্রস্তাবগুলো শুনেছি। এ বিষয়ে আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। আমরা তাদের এ প্রস্তাব বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে আগামীকাল থেকে ছয় ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা আপাতত কার্যকর হচ্ছে না। এ বিষয়ে মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, পেট্রো বাংলার প্রস্তাব এখনও মন্ত্রণালয়ে আসেনি। প্রস্তাব এলে তা পর্যালোচনা করে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নেয়, তা জানিয়ে দেওয়া হবে।

এদিকে, গতকাল বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ ঠিক রাখতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এ বিষয়ে মন্ত্রণালয় থেকে জানানো হয়, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত, অর্থাৎ ৬ ঘণ্টা সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে। পিক আওয়ারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর চাহিদা অনুযায়ী গ্যাস নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিএনজি স্টেশন বন্ধ রাখতে সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির মহাসচিব ফারহান নূর সাংবাদিকদের বলেন, ‘সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের কিছুই জানানো হয়নি।’

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!