• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

তিন কোটি ৫৮ লাখ টিকা দেয়া শেষ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৬, ২০২১, ১২:২৮ এএম
তিন কোটি ৫৮ লাখ টিকা দেয়া শেষ

ঢাকা : দেশে গত একদিনে টিকা নিয়েছেন আরও তিন লাখ ৭৮ হাজার ২১০ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৩৫ হাজার ৭৫৫ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৪২ হাজার ৪৫৫ জন।

প্রথম ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ এক লাখ ২৫ হাজার ৬০ জন ও নারী এক লাখ ১০ হাজার ৬৯৫ জন। আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৭৮ হাজার ১৮৮ জন ও নারী ৬৪ হাজার ২৬৭ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনাভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

আজ পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকাগ্রহীতার সংখ্যা তিন কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ১১৫ জন‌। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহীতা দুই কোটি ১৫ লাখ ৫৯ হাজার ৭৭৩ জন আর দ্বিতীয় ডোজের টিকাগ্রহীতা এক কোটি ৪২ লাখ ৭৪ হাজার ৩৪২ জন।

বুধবার পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন চার কোটি ৪৫ লাখ ১৮ হাজার ২৬৯ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে চার কোটি ১২ লাখ ৭৭ হাজার ২৫৯ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ৬৭ হাজার ১০ জন নিবন্ধন করেন।

সোনালীনিউজ/এমটিআই

 

Wordbridge School
Link copied!