• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মাঠ প্রশাসনে ৪ হাজার ২০৭ পদে নিয়োগ শিগগিরই


নিজস্ব প্রতিনিধি সেপ্টেম্বর ১৮, ২০২১, ০২:৪৯ পিএম
মাঠ প্রশাসনে ৪ হাজার ২০৭ পদে নিয়োগ শিগগিরই

ফাইল ছবি

ঢাকা: মাঠ প্রশাসনে নিয়োগবিধি সংশোধন, অবসর, মৃত্যু, পদোন্নতি ও নতুন পদ সৃজনের কারণে শুন্য আছে ৫ হাজার নয়শত ৪৪টি পদ। এসকল পদে অতিদ্রুত নিয়োগ দিতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়। এজন্য বিভাগীয় কমিশনারদের প্রতিমাসে নির্ধারিত ছকে নিয়োগসংক্রান্ত তথ্য প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বিভাগীয় কমিশনারদের মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠ প্রশাসনে বর্তমানে ৫ হাজার নয়শত ৪৪টি পদ শুন্য রয়েছে। এরমধ্যে পদোন্নতি জনিত শুন্য রয়েছে ১ হাজার ৭৩৭টি। আর সরাসরি নিয়োগ যোগ্য পদ রয়েছে ৪ হাজার ২০৭টি। এর মধ্যে ঢাকা বিভাগে পদোন্নতি জনিত শুন্য পদ না থাকলেও সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে ২৬০টি পদ।

আরও পড়ুন : পাঁচদিন পর ফিরে এসে দেখেন স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতনি মারা গেছে

খুলনা বিভাগে পদোন্নতি জনিত ২৩২টি সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে শুন্য পদ রয়েছে ৭২৪টি পদ। রংপুর বিভাগে পদোন্নতি জনিত ৪৩৮টি সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে শুন্য পদ রয়েছে ৭৬৫টি পদ। সিলেট বিভাগে পদোন্নতি জনিত ১০৫টি সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে শুন্য পদ রয়েছে ৪০১টি পদ। 

আরও পড়ুন ; কণ্ঠস্বর হারালেন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী

ময়মনসিংহ বিভাগে পদোন্নতি জনিত ১৩৫টি সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে শুন্য পদ রয়েছে ২৩৮টি পদ। চট্রগ্রাম বিভাগে পদোন্নতি জনিত ৩৪৩টি সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে শুন্য পদ রয়েছে ৮১৮টি পদ। রাজশাহী বিভাগে পদোন্নতি জনিত ২৩১টি সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে শুন্য পদ রয়েছে ৫৩৯টি পদ। বরিশাল বিভাগে পদোন্নতি জনিত ২৫৩টি সরাসরি নিয়োগ যোগ্য রয়েছে শুন্য পদ রয়েছে ৪৬৩টি পদ।

সম্প্রতি মাঠ প্রশাসনে শুন্য পদে নিয়োগ কার্যক্রম অব্যহত রাখতে নির্দেশন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্দেশনার পর নড়ে চড়ে বসে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সাথে বিভাগীয় কমিশনারদের মাসিক সমন্বয় সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এর পর সিদ্ধান্ত হয় যে, বিভাগীয় কমিশনার কার্যলয় হতে প্রতিমাসে নির্ধারিত ছকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে শুন্য পদে নিয়োগসংক্রান্ত তথ্য প্রেরণ করতে হবে। বিভাগের সকল শুন্য পদে নিয়োগের জন্য যতদ্রুত সম্ভব ছাড়পত্র চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করতে হবে। মাঠ প্রশাসনে শুন্যপদে নিয়োগ প্রদানের নিমিত্ত বিধিমোতাবেক দ্রুত ছাড়পত্র প্রদান অব্যহত রাখতে হবে।
 
সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!