• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

প্রধানমন্ত্রীর জন্মদিনে দেয়া হলো রেকর্ড সাড়ে ৬৭ লাখ ডোজ টিকা


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৯, ২০২১, ০৮:২৪ পিএম
প্রধানমন্ত্রীর জন্মদিনে দেয়া হলো রেকর্ড সাড়ে ৬৭ লাখ ডোজ টিকা

ঢাকা : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বিশেষ কর্মসূচির আওতায় ৬৬ লাখ ২৫ হাজার ডোজের বেশি করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু এ বিশেষ টিকাদান কার্যক্রম চলে দিনভর। বিশেষ এ কর্মসূচির বাইরে নিয়মিত টিকাদান কর্মসূচিতে দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন মানুষ।

মঙ্গলবার সব মিলিয়ে সারা দেশে ৬৭ লাখ ৫৮ হাজার ৯২২ ডোজ টিকার প্রয়োগ হয়েছে, যা বাংলাদেশে একদিনে করোনার টিকাদানের এটাই রেকর্ড।

সারাদিনের টিকাদানের তথ্য একত্রিত করে মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ৮ আগস্ট কোভিড মহামারি প্রতিরোধে শুরু হওয়া গণটিকা কর্মসূচির প্রথম দিনে দেশের ৫৯ জেলায় টিকা নিয়েছিলেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ ডোজ টিকা দেয়া হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে তিন কোটি ১৫ লাখ ৬ হাজার ১৭ জন করোনার টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জন।

অধিদপ্তর আরও জানায়, গতকাল ৩৪ লাখ ৫৫ হাজার ৫০১ জন নারী ও ৩১ লাখ ৬৯ হাজার ৬২২ জন পুরুষ প্রথম ডোজ টিকা নিয়েছেন।

এদের মধ্যে প্রথম ডোজ হিসেবে বেশিরভাগ জায়গায় সিনোফার্মের টিকা দেয়া হয়েছে, ৬৫ লাখ ৬৯ হাজার ৭৮২ ডোজ। এছাড়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩৯ হাজার ১১১, ফাইজারের ১১ হাজার ২৮৭ ও মডার্নার ৪ হাজার ৯৪৩ ডোজ টিকা দেয়া হয়।

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে একযোগে ৭৫ লাখ লোককে কোভিড-১৯ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিনব্যাপী টিকাদান কর্মসূচি পালিত হয়েছে। ইউনিয়ন, ওয়ার্ড থেকে শুরু করে সিটি করপোরেশন ও শহর এলাকা জুড়ে এই কর্মসূচি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সরকারি, বেসরকারি ও সেচ্ছাসেবীসহ প্রায় ৮০ হাজার লোক অংশ নিয়েছে।

গতকাল সকাল ৯টা থেকে ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে একযোগে টিকা দেয়া চলে। প্রতিটি ইউনিয়ন পর্যায়ে তিনটি বুথ, পৌরসভায় একটি ও সিটি করপোরেশন এলাকার প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বুথ ছিল।

ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে দেড় হাজার, পৌরসভার কেন্দ্রে ৫০০ ও সিটি করপোরেশনের ওয়ার্ডগুলোয় এক হাজারের বেশি মানুষকে টিকা দেয়ার লক্ষ্য ঠিক করে স্বাস্থ্য অধিদপ্তর।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!