• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

গ্রাহকদের ২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিউকম : ডিবি


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৪, ২০২১, ০১:৩৬ পিএম
গ্রাহকদের ২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে কিউকম : ডিবি

ঢাকা : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বলেছেন, ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময় ২৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এই টাকা বিভিন্ন জায়গায় আটকে রাখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

হাফিজ আক্তার বলেন, কিউকমের একজন ভুক্তভোগী পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়ার পরই রোববার (৩ অক্টোবর) রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর সে গ্রাহকের ২৫০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। পাশাপাশি বিভিন্ন সময় টাকা নিয়ে পণ্য না দেওয়ার ব্যাপারেও বিস্তারিত জানিয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!