• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

জানালেন প্রধানমন্ত্রীর দুঃখ 


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩০, ২০২১, ০১:১২ পিএম
জানালেন প্রধানমন্ত্রীর দুঃখ 

ছবি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার চলতি বছরের ফল প্রকাশ করা হয়েছে । এ ফলাফল ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । একই সঙ্গে তিনি নতুন বছরে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ অনুষ্ঠানে নিজের দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমার দুঃখ নিজের হাতে শিক্ষার্থীদের কাছে বই তুলে দিতে পারলাম না। এজন্য করোনা-ই দায়ী।

এর আগে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ২০২১ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এছাড়াও ২০২২ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/এসএন

Wordbridge School
Link copied!