• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আজ থেকে অর্ধেক জনবলে চলবে অফিস


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৪, ২০২২, ১১:৩৩ এএম
আজ থেকে অর্ধেক জনবলে চলবে অফিস

ঢাকা : করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে সোমবার (২৪ জানুয়ারি) থেকে দুই সপ্তাহের জন্য সরকারি-বেসরকারি অফিসগুলোতে অর্ধেক লোক দিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সোমবার (২৪ জানুয়ারি) থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সকল অফিস অর্ধেক জনবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে অফিস পরিচালনা করবে। অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন। দাফতরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

আদালতের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে সুপ্রিম কোর্ট। ব্যাংক বীমা, আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

এরই মধ্যে অবশ্য সুপ্রিম কোর্ট ভার্চুয়াল পদ্ধতিতে কার্যক্রম শুরু করে দিয়েছে।

এর আগে করোনা সংক্রমণের বিস্তার ঠেকাতে গত শুক্রবার (২১ জানুয়ারি) নতুন ছয় দফা বিধি-নিষেধ সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

এর মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে পাঠদান দু সপ্তাহের জন্য বন্ধ করে দেয়ার নির্দেশনাও ছিল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!