• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

২১ ফেব্রুয়ারি যেসব রাস্তা বন্ধ থাকবে


নিজস্ব প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০২২, ১১:৫৭ এএম
২১ ফেব্রুয়ারি যেসব রাস্তা বন্ধ থাকবে

ফাইল ছবি

ঢাকা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-অমর একুশে ফেব্রুয়ারি ২০২২ উপলক্ষে শহীদ মিনারে আগতদের আসা যাওয়ার বিস্তারিত রুট-ম্যাপ দিয়েছে কর্তৃপক্ষ। আর একদিন পরই বিশ্বব্যাপী পালিত হবে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

এতে বলা হয়েছে, এ দিন ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে টিএসসি ও বকশিবাজার, দোয়েল চত্ত্বর থেকে চারখারপুল এবং ফুলার রোড বন্ধ থাকবে।

শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে পলাশী মোড় থেকে সলিমুল্লাহ মুসলিম হলের সামনে দিয়ে এসে জগন্নাথ হলের পেছন দিয়ে যেতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে চানখারপুল ও দোয়েল চত্ত্বর হয়ে বের হবেন শহীদ মিনারে আগতরা।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনার কথা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, এদিন প্রতিটি প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ পাঁচজন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুইজন একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে পারবেন। এক্ষেত্রে সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক পরিধান করতে হবে।

চলমান করোনা মহামারি পরিস্থিতিতে জনসমাগম এড়াতে গত বছরের ন্যায় এবছরও এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!