• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

‘বাংলা ভাষাকে এগিয়ে নিতে শুদ্ধচর্চা করতে হবে’


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২১, ২০২২, ০৭:০১ পিএম
‘বাংলা ভাষাকে এগিয়ে নিতে শুদ্ধচর্চা করতে হবে’

ঢাকা : বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা হিসেবে বিশ্বে সমাদৃত। এই ভাষাকে আরো এগিয়ে নিতে আমাদেরকে এই ভাষার শুদ্ধচর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন  জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‌‘বাংলা ভাষা ব্যবহারের সময় আমাদেরকে সচেতন হতে হবে। শুদ্ধ উচ্চারণে কথা বলা ও শুদ্ধ বানানে লেখার ওপর গুরুত্ব দিতে হবে। শুদ্ধচর্চার মধ্য দিয়েই এই ভাষাকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। ’

প্রতিমন্ত্রী এ সময় শিক্ষার্থীদের মাতৃভাষায় আরো দক্ষ করে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

মেহেরপুরের জেলা প্রশাসক ড. মো. মুনসুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মো. রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!