• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১
মাঠ প্রশাসনে কর্মবিরতি

দ্রুত বেতন গ্রেড উন্নীতকরণের আশ্বাস প্রতিমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক মার্চ ২, ২০২২, ০৩:১৮ পিএম
দ্রুত বেতন গ্রেড উন্নীতকরণের আশ্বাস প্রতিমন্ত্রীর

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ফাইল ছবি:

ঢাকা: সরকারি কর্মচারীদের কর্মবিরতিতে স্থবির হযে পড়েছে মাঠ প্রশাসন। পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা টানা কর্মবিরতি পালন করছেন। 

এ জন্য নামজারি, জলমহাল, চলমান টেন্ডার কার্যক্রম, ইজারা মূল্য আদায়, অর্পিত সম্পত্তির লিজমানি আদায়, মিসকেস ও গণশুনানি সম্ভব হয়নি। ফলে ভোগান্তিতে পড়ে মানুষ। 

এঅবস্থায় মাঠ প্রশাসনের কর্মচারীদের দাবি দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

বুধবার (২ মার্চ) সোনালীনিউজকে তিনি বলেন, পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের জন্য অর্থ মন্ত্রণারয়কে আমরা একটি প্রস্তাবনা দিয়েছিলাম। তারা সেটি ফেরত পাঠিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আবারও প্রস্তাবনা পাঠানো হবে। দ্রুতই এবিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনকারী নেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা তাদের কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন বলে জানিয়েছেন। 

তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মচারী সমিতি (বাবিককাকস) ও বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) নেতাদের কাছ থেকে কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে দুই যুগ ধরে চলছে মাঠ প্রশাসন কর্মচারীদের আন্দোলন। সেই আন্দোলনের প্রেক্ষাপটে গত বছরের ২৪ জানুয়ারি পদোন্নতি দেওয়ার ব্যাপারে নীতিগত অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এক বছরের বেশি সময় ধরে ঝুলে আছে সেই পদোন্নতি প্রক্রিয়া। অর্থ মন্ত্রণালয়ে আটকে যায় মাঠ প্রশাসনের সংস্কার। পুরোনো আমলের পদবি আর নিম্ন গ্রেডের বেতনে কাজ করছেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১ মার্চ) থেকে টানা কর্মবিরতি পালন করছেন তারা।

সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতিত ১ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি চলবে। মাঝখানে ৭ মার্চ ১৭ মার্চ ও ২৬ মার্চ-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ভাষণ (৭ মার্চ), জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস (১৭ মার্চ) এবং মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের (২৬ মার্চ) প্রতি শ্রদ্ধা রেখে উক্ত দিবস সমূহে কর্মসূচি স্থগিত থাকবে। কর্মচারীরা সকাল ৯টায় হাজিরা খাতায় সই করে বিকেল ৫টা পর্যন্ত কাজ না করে অফিস চত্বরে অবস্থান করবেন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!