ঢাকা : সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন।
মঙ্গলবার (৮ মার্চ) স্থানীয় সময় বিকেলে আমিরাতের দুবাইয়ে দুবাই এক্সিবিশন সেন্টারে এই বৈঠক হয়।
দুই দেশের সম্পর্ককে ব্যাপক অংশীদারত্বের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে বৈঠকে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।
অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :