ঢাকা: বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের পদবী পরিবর্তন সংক্রান্ত এক ইউ নোটে ক্ষুব্ধ অফিস সহকারীগণ (গ্রেড-১৬)।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই নোটে বলা হয়েছে, মাঠ প্রশাসনে কর্মরত গ্রেড-১৩, গ্রেড-১৪ ও গ্রেড-১৫ ভুক্ত কর্মচারীদের পদবী পরিবর্তনের বিষয়টি পর্যালোচনা করা হয়। তবে এতে ১৬তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তনের বিষয়ে কোনো সুপারিশ নেই।
এ অবস্থায় সামাজিক মাধ্যমে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সরকারি কর্মচারীগণ।
ফেসবুকে একজন লিখেছেন-সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত পদ পদবির পরিবর্তনের প্রস্তাব যদি বাস্তবায়ন হয়, তবে ১৬ গ্রেডের কর্মচারীদের উচিত চলমান আন্দোলন চালিয়ে যাওয়া। কারণ বাকাসসের আন্দোলনের মূল ভিত্তি হচ্ছে অফিস সহকারীগণ। মাঠ প্রশাসনের সমস্ত অফিস সহকারীগণকে জাগ্রত হতে হবে। জিও জারীর আগেই একতাবদ্ধ হতে হবে। তার জন্য কমিশনার ও ডিসি অফিসের ১৬ গ্রেডের সহকর্মীগণের দৃষ্টি আকর্ষণ করছি। মনে রাখতে হবে, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
অন্য একজন লিখেছেন-আন্দোলনে সবচেয়ে বেশি নেতৃত্ব দিল ১৬গ্রেড! আর তারাই হয়ে গেল ঢেউটিন!আমরাও যদি না পাই তাহলে কারোই পাবার দরকার নাই! কই এখনতো নেতারা ১৬ গ্রেডদের নিয়ে কিছু ভাবতেছেনা। তাদেরটা হয়ে যাচ্ছে তাতেই কেল্লাফতে। আমাদের নিয়ে ভাবার সময় নাই।হলে সিস্টেমেটিক সবারটা হতে হবে নতুবা কারোটাই দরকার নাই।শেয়ানাগিরি তাইনা!!
আরেকজন লিখেছেন-১৬ গ্রেডের সহকর্মীগণের পদবী বদলের প্রস্তাব না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে আন্দোলন বয়কট করবেন বলছেন কেউ কেউ। হওয়ার কথা ছিল কেন ১৬ গ্রেড বাদ দিল এই জন্য আরো জোরালো আন্দোলন করা এবং যাদের পদবী বদল হচ্ছে তাদেরকে জোর করে কর্ম বিরতি করতে বাধ্য করা-যতক্ষণ পর্যন্ত দাবী আদায় না হয়।
এরকম আরো বহু পোস্টে ভরে আছে সরকারি কর্মচারিদের ফেসবুক।
ইউ নোটে দেখা যায়, গ্রেড-১০ ভুক্ত প্রশাসনিক কর্মকর্তা পদের ফিডার পদ হিসেবে গ্রেড-১৩ ভুক্ত তিনটি পদ (অফিস সুপারিনটেনডেনট, সিএকাম উচ্চমান সহকারী ও সীটলিপিকার কাম কম্পিউটার অপারেটর) রয়েছে। পদোন্নতীর পদের সাথে সামঞ্জস্য রেখে ফিডার পদের পদবী যুগপযোগী করা সমীচীন হবে।
এতে বলা হয়েছে, অফিস সুপারিনটেনডেনট, সিএকাম উচ্চমান সহকারী ও সীটলিপিকার কাম কম্পিউটার অপারেটরদের (গ্রেড-১৩) প্রস্তাবিত পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সুপারিশকৃত পদের নাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
প্রধান সহকারী, ট্রেজার হিসাব রক্ষক, সীটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং পরিসংখ্যান সহকারী (গ্রেড-১৪) প্রস্তাবিত পদের নাম উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা-১ এবং সুপারিশকৃত পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
উচ্চমান সহকারী (গ্রেড-১৫) প্রস্তাবিত পদের নাম উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা এবং সুপারিশকৃত পদের নাম উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা।
সোনালীনিউজ/আইএ
আপনার মতামত লিখুন :