• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পেনশনের উপর বার্ষিক ইনক্রিমেন্ট বিষয়ে যে নির্দেশনা দিলো সরকার


নিজস্ব প্রতিবেদক মার্চ ১১, ২০২২, ০৮:৩০ পিএম
পেনশনের উপর বার্ষিক ইনক্রিমেন্ট বিষয়ে যে নির্দেশনা দিলো সরকার

ঢাকা: পেনশনে গমনকারী পেনশনারকে মাসিক পেনশনের উপর একই তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের বিষয়ে নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি এক স্মারকে একই তারিখে পেনশনের উপর বার্ষিক ইক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই মর্মে নির্দেশনা দেওয়া হয়। 

উপসচিব মনির হোসেন চৌধুরী সাক্ষরিত স্মারকে বলা হয়েছে, সিজিএ কার্যালয়ের স্মারক নং: ৮২.০০.০০০০.০৩৬.৫৩.৫৫৯.২০-১১৭১, তারিখ-১৫/১২/২০২১ স্মারকের অনুবৃত্তিক্রমে ১ জুলাই তারিখে পেনশন গমণকারী বাণিজ্যিক অডিট অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক মো. শফিকুর রহমানকে মাসিক পেনশনের উপর একই তারিখে অর্থাৎ ১ জুলাই তারিখে বার্ষিক ইনক্রিমেন্ট প্রদানের সুযোগ নেই মর্মে নির্দেশক্রমে অবহিত করা হলো।    

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!