• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২২, ০২:৫৪ পিএম
নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে যা বললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।ফাইল ছবি:

ঢাকা: সরকারি কর্মচারীদের অনেক দিনের প্রত্যাশা নতুন পে-স্কেল নিয়ে কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেছেন, প্রতি পাঁচ বছর পর পর পে-স্কেল ঘোষণা করা হয়। সে অনুযায়ী পে স্কেল ঘোষণার সময় হয়ে গেছে। 

ইতিমধ্যে দ্রব্যমূল্যেও কিছুটা বেড়েছে। সরকারি চাকুরীজীবিদের আর্থিক সুবিধা বাড়ানো সংক্রান্ত দাবী দাওয়া সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনায় রয়েছে। খুব শীঘ্রই এ সংক্রান্ত ঘোষণা আসবে বলে মন্তব্য করেন তিনি। 

সম্প্রতি সোনালী নিউজের সাথে একান্ত আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: পেনশনের উপর বার্ষিক ইনক্রিমেন্ট বিষয়ে যে নির্দেশনা দিলো সরকার

পে-স্কেল ঘোষণার পর দ্রব্য মূল্য বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর চাহিদা অনুযায়ী উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছি। আমাদের মন্ত্রণালয়গুলো এবিষয়টি নিয়ে কাজ করছে। উৎপাদন বৃদ্ধি করতে পারলে পে-স্কেল ঘোষণার পরেও জিনিসপত্রের দাম খুব একটা বাড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: পদবী পরিবর্তনের প্রস্তাবে ক্ষুব্ধ অফিস সহকারীগণ

উল্লেখ্য, জানা গেছে, ইতোমধ্যে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোয় বৈষম্য নিরসনের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সরকার চাইছে আগামী সংসদ নির্বাচনের আগেই নতুন একটি বেতন কাঠামো দিতে।

নতুন বেতন কাঠামোয় কোনোরকম বৈষম্য যাতে না থাকে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

ইতোমধ্যে অর্থ বিভাগকে এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবী পরিবর্তন সংক্রান্ত অগ্রগতি

সর্বশেষ ২০১৫ সালে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল যা এখন কার্যকর রয়েছে। সরকার সংশ্লিষ্টরা মনে করেন জাতীয় নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো দিয়ে সরকারি চাকুরেদের তুষ্ট রাখতে চায় সরকার। যা আওয়ামী লীগের জন্য ভোটসহায়ক উদ্দীপনা হয়ে উঠতে পারে। 

আরও পড়ুন: কর্মচারীদের ৭ দফা আদায়ে ফের আসছে বিভাগীয় সমাবেশ কর্মসূচি

সোনালীনিউজ/এসআই/আইএ

Wordbridge School
Link copied!