• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি ডলার চায় শ্রীলঙ্কা


নিউজ ডেস্ক মার্চ ২৯, ২০২২, ০৭:১৬ পিএম
বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি ডলার চায় শ্রীলঙ্কা

ঢাকা : বাংলাদেশের কাছে আরও ২৫ কোটি মার্কিন ডলার আর্থিক সুবিধা চেয়েছে শ্রীলঙ্কা। 

সংশ্লিষ্ট সূত্রের বরাতে মঙ্গলবার (২৯ মার্চ) শ্রীলঙ্কান ডেইলি মিরর অনলাইন এ খবর দিয়েছে।

জানা গেছে, এটি দুই দেশের মধ্যে কারেন্সি সোয়াপ ব্যবস্থা বা মুদ্রা বিনিময় প্রথায় হবে।

এর আগেও, বৈদেশিক মুদ্রার সঙ্কট কাটিয়ে উঠতে বাংলাদেশ শ্রীলঙ্কাকে একই ধরনের সুবিধা দিয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের মার্চ মাসে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের অনুরোধে চরম অর্থনৈতিক সংকটে থাকা দেশটিকে ২৫ কোটি ডলার ঋণ সহায়তা দিয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!