• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

অতিরিক্ত কাজ-ছুটি নিয়ে আক্ষেপ কর্মচারীদের, যা বলল জেলা প্রশাসন


ইমতিয়াজ আমিন মার্চ ৩০, ২০২২, ০৬:০৪ পিএম
অতিরিক্ত কাজ-ছুটি নিয়ে আক্ষেপ কর্মচারীদের, যা বলল জেলা প্রশাসন

ঢাকা: অফিস সময়ের বাইরে অতিরিক্ত কাজ এবং ছুটি নিয়ে আক্ষেপের শেষ নেই কালেক্টরেট কর্মচারীদের।তাদের অভিযোগ, শ্রান্তি বিনোদন ছুটি তো সোনার হরিণ, কালেক্টরেট কর্মচারীগণ সাপ্তাহিক ছুটিও ভোগ করতে পারেন না।এছাড়া বিভিন্ন দিবসের ছুটিতেও কাজ করতে হয় তাদের। 

কর্মচারীদের মতে, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করার জন্য ১০-১৫ দিন পূর্বে হতে কর্মচারীদের যে পরিশ্রম করতে হয় তা একমাত্র তারাই যানে। মুসলিম জাতির ২টি বড় উৎসব ঈদ-উল-ফিতর ও ঈদ-উল আযহা। পবিত্র এই উৎসবের দিনেও কালেক্টরেট কর্মচারীদের অফিসের কাজে ব্যস্ত থাকতে হয়। পরিবারের সাথে সময় কাটাতে পারে না। 

ফেসবুক থেকে নেয়া।

‘অন্যান্য দপ্তরের অফিস সরকারি নিয়মানুযায়ী সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলে। কিন্তু কালেক্টরেট কর্মচারীদের অফিস শুরুর যেমন সময় নাই শেষ হবারও সময় নাই। অধিকাংশ কর্মচারী রাত্রি ৯ টার আগে বাড়ি ফিরতে পারে না। তাছাড়া কোন কোন শাখা রাত্রী ১১/১২ টা পর্যন্ত অফিস করে থাকে। অতিরিক্ত সময় ধরে কাজ করার জন্য কোন অধিককাল ভাতা প্রদান করা হয় না।’

কর্মচারীদের এমন অভিযোগের সত্যতা রয়েছে বলে জানান বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) কেন্দ্রীয় সভাপতি মো. আকবর হোসেন। তিনি সোনালীনিউজকে বলেন, কালেক্টরেট কর্মচারীদের অফিস সময়ের বাইরেও কাজ করতে হয়। অনেক সময় রাত ২টা পর্যন্তও তাদের কাজে ব্যস্ত থাকতে হয়। 

তিনি বলেন, ট্রেজারি শাখার পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার ও শনিবার। সেখানে কালেক্টরেট কর্মচারীদের দায়িত্ব পালন করতে হয়। এছাড়া নেজারত শাখায় অনেক সময় রাত ২টা পর্যন্তও কাজ করতে হয়। মোটকথা অফিস সময়ের বাইরেও কালেক্টরেট কর্মচারীদের সবসময় কাজের জন্য প্রস্তুত থাকতে হয়। এজন্য বাড়তি কোনো ভাতা প্রদান করা হয় না বলেও জানান তিনি। 

আকবর হোসেন আরও বলেন, সার্কিট হাউজের গাড়ি চালকদের অফিস সময়ের বাইরে ২৫০ ঘন্টা ওভারটাইম আছে কিন্তু আমাদের তা নেই। তাদের সিলেকশন গ্রেড আছে কালেক্টরেট কর্মচারীদের নেই।    

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অভিন্ন বেতন স্কেল ঘোষণা ও অতিরিক্ত কাজের জন্য অধিকাল ভাতা প্রদানের দাবি তুলেছেন কালেক্টরেট কর্মচারীরা।

এদিকে কালেক্টরেট কর্মচারীদের কর্মঘন্টার বাইরে অতিরিক্ত কাজের বিষয়ে জানতে ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াস মেহেদী সোনালীনিউজকে বলেন, কর্মচারীদের এমন অভিযোগের (অতিরিক্ত কাজ এবং ছুটি না পাওয়া) সত্যতা নেই।গভীর রাত পর্যন্ত কাজ করার প্রশ্নই অসে না।শুক্রবার-শনিবার ট্রেজারি বিভাগের পরীক্ষায় দায়িত্ব পালনের বিষয়ে বলেন, সরকারি দায়িত্ব পালন করতেই হবে। তবে অতিরিক্ত কাজ করানো হয় একথা সত্যি নয়।     

ফেসবুক থেকে নেয়া।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!