• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যায়


নিজস্ব প্রতিনিধি এপ্রিল ১৩, ২০২২, ০১:৩৭ পিএম
জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সন্ধ্যায়

ফাইল ছবি

ঢাকা : বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারপ্রধানের ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বেসরকারি টেলিভিশন চ্যানেলে একযোগে প্রচার করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

প্রতি বছরই বাংলা বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। এটি এখন রেওয়াজে পরিণত হয়েছে।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও দেশের কল্যাণে সরকারের নেয়া নানা পদক্ষেপের কথাও তুলে ধরেন সরকারপ্রধান।

করোনাভাইরাস মহামারির কারণে গত দুই বছর বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আয়োজনে পড়েছিল ভাটা। এবার পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় রমনা বটমূলে বৈশাখের আগমনী অনুষ্ঠান করবে ছায়ানট। এরই মধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে সাংস্কৃতিক সংগঠনটি।

করোনা মহামারির ধাক্কা সামলে দুই বছর বিরতির পর এবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।

অমঙ্গল তাড়াতে লোকজ সংস্কৃতির বিভিন্ন মোটিফ নিয়ে চারুকলার এই আয়োজন বাংলা সংস্কৃতির ঐতিহ্যে পরিণত হয়েছে। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দেশে মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেন।

জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো মঙ্গল শোভাযাত্রাকে দিয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি।

এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে, ‘তুমি নির্মল করো, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’।

বর্ষবরণের ঠিক আগের দিন বুধবার সকালে কুষ্টিয়া, খুলনা, জামালপুর, নারায়ণগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, মৌলভীবাজার ও রংপুর জেলা শিল্পকলা অ্যাকাডেমি ভবনের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বুধবার সকালে নবনির্মিত এই আটটি জেলায় শিল্পকলা অ্যাকাডেমি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন তিনি।

ধর্মের সঙ্গে সংস্কৃতি চর্চার সংঘাত নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সকলের।

ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবাইকে এক হয়ে উৎসবে শামিল হওয়ার আহ্বান রেখেছেন তিনি।

তিনি বলেন, ‘ধর্মের সঙ্গে সংস্কৃতির অনেকে সংঘাত সৃষ্টি করতে চায়। এটা মোটেও সঠিক না। ধর্ম, যার যার ধর্ম। আমরা এটাই বলি, ধর্ম যার যার উৎসব সকলের। কাজেই উৎসব আমরা সকলে এক হয়ে পালন করব।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!