• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবে যা বললেন সিইসি


নিজস্ব প্রতিনিধি জুন ২২, ২০২২, ০১:১৭ পিএম
ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবে যা বললেন সিইসি

ফাইল ছবি

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, বর্তমান অবস্থায় ঘরে বসে বা অ্যাপসের মাধ্যমে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। তবে একদিন হয়তো তেমন সুযোগ হবে।

বর্তমান অবস্থা বিবেচনায় অ্যাপসের মাধ্যমে ঘরে বসে ভোট দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে প্রস্তাব দেওয়া হয়েছে। এর জবাবে এ কথা বলেন সিইসি। মঙ্গলবার (২১ জুন) বিকেলে নির্বাচন ভবনে ইভিএম যাচাই-বাছাই করা নিয়ে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতাদের একজন প্রশ্ন করেন, ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার পর কোন প্রতীকে ভোট দিয়েছেন তার একটি কাগজ দেওয়ার সুযোগ আছে কি না?

জবাবে নির্বাচন কমিশনার আলমগীর বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে তাতে নিরাপত্তার সমস্যা হবে। কারণ, ভোট দিয়ে বের হওয়ার পর অন্য প্রার্থী শক্তিশালী হলে সমস্যা হতে পারে।

তখন ওই রাজনৈতিক দলের নেতা বলেন, তাহলে ঘরে বসে ভোট দেওয়ার ব্যবস্থা করলে আরও নিরাপদ হবে।

এর জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের পরে কাগজ দিলে সমস্যা হতে পারে। আর আমাদের বিদ্যমান আইনও সাপোর্ট করে না। ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাব করেছেন কেউ কেউ। আমি অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশে খোঁজ নিয়েছি। আসলে একদিন হয়তো এই সিস্টেম হবে। তখন হয়তো মোবাইলের মাধ্যমে ভোট দেওয়া যাবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!