• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সুনামগঞ্জ যাচ্ছেন ৩ বাহিনীর প্রধান


সুনামগঞ্জ প্রতিনিধি জুন ২৩, ২০২২, ১১:১১ এএম
সুনামগঞ্জ যাচ্ছেন ৩ বাহিনীর প্রধান

ফাইল ছবি

সুনামগঞ্জ : বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও বানভাসি মানুষের ত্রাণ সহায়তা দিতে সুনামগঞ্জ যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ পুলিশের প্রধান বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 

বৃহস্পতিবার (২৩ জুন) তারা আলাদা সময়ে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান। 

তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের প্রধান বেনজীর আহমেদ, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন আজ সুনামগঞ্জে আসছেন।

মিজানুর রহমান বলেন, ‘তাদের মধ্যে আইজিপি স্যার তাহিরপুর উপজেলায়, সেনাবাহিনী প্রধান ও র‌্যাবের মহাপরিচালক সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন।’

সুনামগঞ্জ থেকে বন্যার পানি নেমেছিল গত মাসের শেষের দিকে। কিন্তু টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় দুই সপ্তাহ পর আবার বন্যা দেখা দেয় জেলাটিতে।

বর্তমানে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়েছে আরও অনেক এলাকা। আগে থেকে প্লাবিত হওয়া এলাকায় পানি বাড়ছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!