• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘পদ্মা সেতু বিশ্বকে দেখিয়ে দিলো আমরা বীরের জাতি’


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২২, ০১:০৫ পিএম
‘পদ্মা সেতু বিশ্বকে দেখিয়ে দিলো আমরা বীরের জাতি’

ঢাকা : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট নৃশংসভাবে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া হয়েছিল। দেশ চলে গিয়েছিল অন্ধকারে।

সেই অন্ধকার থেকে বাংলাদেশকে আলোর পথ দেখালেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরেই এদেশের সব উন্নয়ন ও অর্জন সাধিত হয়েছে।

তিনি বলেন, আজ পদ্মা সেতু সারা বিশ্বকে দেখিয়ে দিলো আমরা বীরের জাতি। ধন্যবাদ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে। একইসঙ্গে তার কাছে কৃতজ্ঞ আমরা।

শনিবার (২৫ জুন) সকাল ৯টার দিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মাওয়া প্রান্তের সুধী সমাবেশস্থলে এসব কথা বলেন তিনি।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!