• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পদ্মা সেতু নিয়ে উৎফুল্ল পুতুল, মায়ের সঙ্গে সেলফি


নিজস্ব প্রতিবেদক জুন ২৫, ২০২২, ০৪:০৭ পিএম
পদ্মা সেতু নিয়ে উৎফুল্ল পুতুল, মায়ের সঙ্গে সেলফি

ঢাকা: পদ্মা সেতু নিয়ে গর্বিত উৎফুল্ল, উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। উদ্বোধনের ঐতিহাসিক দিনের কোনো মুহূর্তই উপভোগ ছাড়া থাকতে চান না তিনি। 

সে জন্যই উদ্বোধনের স্মৃতিকে ধরে রাখতে মা শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে সেলফি তুললেন পুতুল।

শনিবার (২৫ জুন) বেলা ১২টা ৮ মিনিটের দিকে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন শেষে মা-মেয়ে স্মৃতিময় সময়টিকে ফ্রেমে আবদ্ধ করেন।

এ সময় মা-মেয়েকে ভিডিওকলে কথা বলতে দেখা যায়। ভিডিওকলে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে কিছুটা আবেগাপ্লুত হতে দেখা গেছে। এ সময় মেয়ে পুতুল তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

প্রধানমন্ত্রীর আগ্রহ ছিল মেয়ের সঙ্গে ছবি তুলে স্মৃতিকে ডিজিটাল ফর্মে আটকে রাখতে।

উদ্বোধনস্থলে পর্যাপ্ত নিরাপত্তাবেষ্টনী থেকে মেয়েকে নিয়ে একটূ দূরে সরে যান প্রধানমন্ত্রী। মেয়ের সঙ্গে ছবি তুলেন। এর পর সায়মা ওয়াজেদ পুতুল প্রধানমন্ত্রীকে একাধিক ছবি তুলে দেন। একপর্যায়ে পাশে থাকা নিরাপত্তারক্ষীকেও ফোনে তোলা ছবি দেখান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে পদ্মা সেতু উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ‘জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে তিনি জাজিরার উদ্দেশে রওনা হন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!