• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

পুত্র কন্যাকে নিয়ে পদ্মা সেতু হয়ে বাড়ির পথে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিনিধি জুলাই ৪, ২০২২, ০৯:৫৩ এএম
পুত্র কন্যাকে নিয়ে পদ্মা সেতু হয়ে বাড়ির পথে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা : ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে পদ্মা সেতু দিয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৪ জুলাই) সকাল ৮টায় গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা দেন প্রধানমন্ত্রী। 

এরপর ৮টা ৪৮ মিনিটে মাওয়া টোল প্লাজায় পদ্মা সেতুর টোল দিয়ে উঠেন সেতুতে। ব্রিজের মাঝামাঝি গিয়ে সন্তানদের নিয়ে কিছু সময় পার করেন শেখ হাসিনা। সকাল সোয়া ৯টার দিকে তিনি জাজিরা প্রান্তে যান এবং সেখানে ফলকের সামনে কিছু সময় দাঁড়ান। এরপর কিছু সময় বিশ্রাম নেন জাজিরা প্রান্তের সার্ভিস এরিয়া-২ এ।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, পদ্মা সেতু পাড়ি দিয়ে বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছাবেন তিনি। 

সরকারপ্রধানের সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস জানান, পদ্মা সেতুতে কিছুটা সময় পার করেন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। এরপর সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি। সেখানে বিভিন্ন সরকারি কর্মসূচিতেও প্রধানমন্ত্রী অংশ নেবেন বলে জানিয়েছে তার প্রেস উইং। আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় তিনি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন ঘোষণা করে নিজে টোল দিয়ে সেতু পাড়ি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জাজিরা প্রান্ত থেকে তিনি ফিরেছিলেন আকাশপথে হেলিকপ্টারে করে।

এবারের সফরসূচি ঠিক থাকলে সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় যেমন যাবেন, তেমনি পদ্মা হয়েই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!