• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র


নিজস্ব প্রতিনিধি জুলাই ৫, ২০২২, ১২:৪৬ পিএম
শপথ নিলেন কুমিল্লা সিটি মেয়র

ছবি : সংগৃহীত

ঢাকা : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী আরফানুল হক রিফাত মেয়র হিসেবে শপথ নিয়েছেন। তাকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেন রিফাত। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকারপ্রধান।

আগের দুইবারের পরাজয়ের স্মৃতি ভুলে তৃতীয় দফায় কুমিল্লায় জয় পেয়েছে আওয়ামী লীগ। গত ১৫ জুনের নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত।

অবশ্য লড়াই ছিল হাড্ডাহাড্ডি। নৌকা নিয়ে রিফাত ভোট পেয়েছেন ৫০ হাজার ৩১০টি, ঘড়ি প্রতীকে সাক্কুর পক্ষে রায় দিয়েছেন ৪৯ হাজার ৯৬৭ জন। ভোটের ব্যবধান ছিল মাত্র ৩৪৩টি।

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ২০ দিন পর মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত। করপোরেশনে প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী পাঁচ বছর কুমিল্লা সিটির নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

রিফাতের শপথের পর শপথ নিয়েছেন কুমিল্লা সিটির নির্বাচনে বিজয়ী সব কাউন্সিলর। তাদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!