• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

১০০ কোটি ছাড়ালো পদ্মা সেতুর টোল


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০২২, ০১:০০ পিএম
১০০ কোটি ছাড়ালো পদ্মা সেতুর টোল

ঢাকা : পদ্মা সেতু চালুর ৪১ দিনের মাথায় ১০১ কোটি টাকার বেশি টোল আদায় হয়েছে। এই সময়ে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের টোল প্লাজায় প্রায় আট লাখ যানবাহন টোল দিয়েছে এবং গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।

রোববার (৭ আগস্ট) সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট) পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছিলো ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিলো সাত লাখ ৪৫ হাজার ৩৪৯টি।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী জানান, গতকাল শনিবার (৬ আগস্ট) পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে সাত লাখ ৯৭ হাজার ৮১৫টি।

উল্লেখ্য, গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। পরদিন সকাল ৬টা থেকে যানবাহন চলাচল শুরু হয়। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করে। এসব যানবাহন থেকে টোল আদায় করা হয়েছে দুই কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!