• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমেছে


নিজস্ব প্রতিনিধি আগস্ট ২৭, ২০২২, ১১:১৬ এএম
মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমেছে

ফাইল ছবি

ঢাকা : বিগত দুই অর্থ বছরের তুলনায় সদ্য বিদায়ী অর্থবছরে মন্ত্রিসভা বৈঠকে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার কমেছে। করোনার শুরুতে গত ২০১৯-২০২০ অর্থ বছরে ২৭টি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসকল বৈঠকে ২৪৯টি সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এর মধ্যে ১৯১টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ঐ বছরে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭৭ শতাংশ। এর পরের বছর ২০২০-২০২১ অর্থবছরে ৩৩টি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। এসকল বৈঠকে ২৫০টি সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। এরমধ্যে ১৭৭টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। ঐ বছরে সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৮০ শতাংশ। আর সদ্যশেষ হওয়া ২০২১-২২ অর্থ বছরে ২৪টি মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসকল বৈঠকে ২০৩টি সিদ্ধান্ত নেয় সরকার। এরমধ্যে ১৪৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে। এ বছরের সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৭০.৪৪ শতাংশ। যা গত দুই অর্থবছরের চেয়ে কম। মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক প্রতিবেদনের খসড়া থেকে এ তথ্য পাওয়া গেছে। 

প্রতিবেদনের খসড়ায় বলা হয়, প্রতিবেদনাধীন অর্থবছরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪টি বৈঠক অনুষ্ঠিত হয়। ঐ বৈঠকসমূহে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের ৩৯৬টি প্রস্তাব উপস্থাপন করা হয় এবং ৩৮৯টি প্রস্তাব অনুমোদিত হয়। এই সময়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪টি বৈঠক অনুষ্ঠিত হয় এতে ৫৪টি প্রস্তাব উপস্থাপন করা হলে তার সবগুলোই অনুমোদিত হয়।

এই সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারদের সাথে ১১টি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনারদের দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ৩৩০টি সিদ্ধান্ত গৃহীত হয়।

গত ১৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়। সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কার্যালয় সর্ম্পকিত মোট ২২৯টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ৬৬টি স্বল্পমেয়াদী, ১০১টি মধ্যেমেয়াদি এবং ৬২টি দীর্ঘমেয়াদি। এসকল সিদ্ধান্ত বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগে ৪৭টি পত্র প্রেরণ করা হয়।

আইনের খসড়া প্রণয়ণের ক্ষেত্রে ভাষাগত উৎকর্ষ সাধন, বিষয়গত যথার্থতা এবং সংশ্লিষ্ট অপরাপর আইনের সঙ্গে সামঞ্জস্য ও সংগতি বিধানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটি এই বছরে ৪৫টি আইন মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য সুপরিশ করে।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ অর্থ বছরে ৫৪টি বৈঠক করে। এর আগের ২০২০-২১ অর্থবছরে ৪৮টি এবং ২০১৯-২০ অর্থ বছরে ৩০টি বৈঠক করে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সদ্যসমাপ্ত অর্থ বছরে ৩৪টি বৈঠক করে। এই কমিটি এর আগের ২০২০-২১ অর্থবছরে ৩৭টি এবং ২০১৯-২০ অর্থ বছরে ২২টি বৈঠক করে। জাতীয় পুরষ্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সদ্যসমাপ্ত অর্থ বছরে ৬টি বৈঠক করে। এই কমিটি এর আগের ২০২০-২১ অর্থবছরে ৬টি এবং ২০১৯-২০ অর্থ বছরে ৪টি বৈঠক করে।

গত বছরের ২৬ জুলাই অনুষ্ঠিত প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) এর ১১৭তম সভা অনুষ্ঠিত হয়। সভায় কক্সবাজার জেলায় ঈদগাঁও নামক উপজেলা, সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার মধ্যনগর উপজেলায় উন্নীতকরণ, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানাকে উপজেলায় উন্নীতকরণ, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে শান্তিগঞ্জ উপজেলা নামকরণ, মাদারীপুর জেলার শিবচর পৌরসভার সীমানা সম্প্রসারণ, ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা সম্প্রসারণ, ঢাকা জেলার দোহার পৌরসভার সীমানা সংকোচন এবং সিলেট সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, দর্শন ও কর্ম প্রজন্ম থেকে প্রজন্মন্তের সারাবিশ্বের মানুষের কাছে তুলে ধরার প্রত্যয়ে মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত মুজিবর্ষ হিসাবে ঘোষণা দেয়। পরবর্তীতে এটি ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বর্ধিত করা হয়। এ লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ উভয় কমিটিকেই সাচিবিক সহায়তা প্রদান করছে।

কর্মসূচী বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২১-২২ অর্থ বছরের বাজেটের বিশেষ কার্যক্রম অংশে সাধারণ থোক বরাদ্দ খাত থেকে মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। এর মধ্যে ৩০ কোটি টাকা অর্থমন্ত্রণালয়ে সমর্পণ করা হয়। অবশিষ্ট ৭০ কোটি টাকার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এবং জাতীয় বাস্তবায়ন কমিটির অনুকূলে সর্বমোট ৬৯ কোটি ৭৩ লক্ষ ৬৩ হাজার ৩৯০ টাকা উপবরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দ প্রদানের পর অব্যয়িত ২৬ লক্ষ ৩৬ হাজার ৬১০ টাকা অর্থমন্ত্রণালয়ে সমর্পণ করা হয়।

সোনালীনিউজ/এসআই/এমএএইচ

Wordbridge School
Link copied!