• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
জাপানের রাষ্ট্রদূত

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৯, ২০২২, ০৪:১৬ পিএম
আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে

ঢাকা : বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন ‘অংশগ্রহণমূলক’ করতে নির্বাচন কমিশন প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে জাপান।

সোমবার (২৯ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি সাংবাদিকদের এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কেমন তা জানতে আমি সিইসির সঙ্গে সাক্ষাত করতে এসেছিলাম। অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জন্য তিনি কী প্রস্তুতি নিচ্ছেন, তাই আলোচনা করেছি।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিন নিয়ে আলোচনা হয়েছে কি-না জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “ইভিএম নিয়ে সিইসি কথা বলেছেন। ১৫০ আসনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন।

এই যন্ত্রের মাধ্যমে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করি। এবং বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

দেশের একটি বড় দল নির্বাচন বয়কটের কথা বলছে, এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন কি না, তা জানতে চেয়েছিলেন একজন সাংবাদিক।

জবাবে ইতো নাওকি বলেন, এখনও এক বছর তিন চার মাস সময় আছে। সরকার, বিশেষ করে সিইসি এবং অপর নির্বাচন কমিশনারদের প্রতি প্রত্যাশা থাকবে, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য তারা প্রচেষ্টা নেবেন।

আমরা আশা করি, আগামীতে একটি ভালো নির্বাচন হবে, এটাই আমার আশাবাদ ও প্রত্যাশা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!