• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

কর্মচারীদের ৩ পদে আসছে পদোন্নতি, গোপনীয় প্রতিবেদন প্রেরণের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৭, ২০২২, ০২:৪৮ পিএম
কর্মচারীদের ৩ পদে আসছে পদোন্নতি, গোপনীয় প্রতিবেদন প্রেরণের নির্দেশ

ঢাকা: সরকারি কর্মচারীদের তিনটি পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে গোপনীয় প্রতিবেদন প্রেরণের নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখা হতে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

উপসচিব মোছাম্মাৎ মমতাজ বেগম স্বাক্ষরিত এ নির্দেশনাটি সার্ভেয়ার, ড্রাফটসম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদ হতে কানুনগো পদে পদোন্নতি সংক্রান্ত। 

আরও পড়ুন<<>>ফের মাঠে নামছেন সরকারি কর্মচারীরা, আসছে কঠোর কর্মসূচি

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত তাঁর অধীন সার্ভেয়ার, ড্রাফটসম্যান এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের শুধুমাত্র ২০২১ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন আগামী ২০/০৯/২০২২ তারিখের মধ্যে প্রেরণের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন<<>>জানা গেলো প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশের তারিখ 

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!